ভয় হয়। কখন জানি গুম হয়ে যাই। রাস্তায়
বের হলে গুম, ঘরে থাকলে খুন। এই প্রবাদে চলছে বাংলার সম্প্রতির রাজনীতি।
হত্যার অধ্যায়ে মহামারি আকার ধারন করেছে। নিরন্তর লুটপাটে অবান্তর
মিথ্যাচার। দফায় দফায় দুর্নীতি। এ যেন কারো বাপ দাদার ঔরসজাত সম্পদ, যখন
যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা হচ্ছে। ভুলে গেলেন কেন? জনগণের ভোটে
নির্বাচিত হয়েছেন। কি ওয়াদা করে ক্ষমতায় আসছিলেন? আপনারা ভালো কিছু করবেন।
এই তো? কই কিছুই তো পেলাম না!পেয়েছি, তবে যা চেয়েছিলাম তা পাইনি!! মাথায়
পট্টি, হাতে তাসবিহ নিয়ে মানুষকে আশার বাণী শুনিয়ে ছিলেন। মনে হচ্ছিল
দ্বিতীয় রাবেয়া বসরী রাঃ(?) আপনি জাতির সাথে যে গাদ্দারী করেছেন তা ভুলার
মতো নয়। ইসলামের কথাও বলেছিলেন, কিন্তু আপনি যে বেইমানি করেছেন তা নব্বইভাগ
মুসলমান বরদাশত করতে পারেনি। আন্দোলন করেছে। মাননী মহাসয়, এখনো সময় আছে,
শুধরাবার দরোজা এখনো খোলা। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ ধারার
রাজনীতিতে ফিরে আসুন। পূর্ব ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল হোন। আর কিছু না
পারেন, জনগণের জান মালের নিরাপত্তা দিন। অন্তত এই কাজটুকু করেন। গুমের ভয়ে
আমাদের ঘুম যেনো হারাম না হয়। এই প্রত্যাশা থাক। আপনার শুভ বুদ্ধির উদয়
হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন