শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

নো-বেইল ই তোমাদের ফয়সালা!

Filled under:


তোমরা যারা- ঘরে বসে আয়েশ করে পায়েস খাও! রান্না করো জন্মদিনে। গান গাও বড়দিনে। অথবা উত্তপ্ত-উদ্ভূত পরিস্থিতিতে ব্যাডমিন্টন খেলো নাতী-নাতনীর সাথে এবং বলো, দেশ তো মাশাআল্লাহ! ভালই চলছে, উন্নয়নের জোয়ার বইছে। শান্তিতে জনগণ। আমরা সফল! জয় গণতন্ত্রের। জয় বাংলা।
আমার অবাক লাগে। [ককটেল আওয়াজে হাসি দিবার মুঞ্চায়!] বিস্ময়ে প্রভাবিত হই।
প্রশ্নবিদ্ধ হই প্রতিনিয়ত। ভাবিয়ে তুলে বিবেক মানদন্ডে।
শান্তিতে নোবেল পাবে?
অশান্তিতে নো-বেইল ই তোমাদের ফয়সালা!!!

1 মন্তব্য(গুলি):