শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

নো-বেইল ই তোমাদের ফয়সালা!

Filled under:

তোমরা যারা- ঘরে বসে আয়েশ করে পায়েস খাও! রান্না করো জন্মদিনে। গান গাও বড়দিনে। অথবা উত্তপ্ত-উদ্ভূত পরিস্থিতিতে ব্যাডমিন্টন খেলো নাতী-নাতনীর সাথে এবং বলো, দেশ তো মাশাআল্লাহ! ভালই চলছে, উন্নয়নের জোয়ার বইছে। শান্তিতে জনগণ। আমরা সফল! জয় গণতন্ত্রের। জয় বাংলা। আমার অবাক লাগে। [ককটেল আওয়াজে হাসি দিবার মুঞ্চায়!] বিস্ময়ে প্রভাবিত হই। প্রশ্নবিদ্ধ হই প্রতিনিয়ত। ভাবিয়ে তুলে বিবেক মানদন্ডে। শান্তিতে নোবেল পাবে? অশান্তিতে নো-বেইল ই তোমাদের ফয়সালা!!! ...

Posted By ইবাদ সিদ্দিক৭:৩৩ AM

চলমান সঙ্কট : উত্তরন কোথায়?

Filled under:

চলমান সঙ্কটের জন্য দু'টি পরস্পরবিরোধী বড় রাজনৈতিক দলের সঙ্ঘাত বা সমঝোতার অভাবই নয়; বরং সঙ্কট সৃষ্টিতে ভারত অতি উৎসাহী। বৃহৎ শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তিসহ ইসলামবিরোধীদের আন্তার্জাতিক একটি চক্রান্ত। শুধু আওয়ামী লীগ-বিএনপিকে দোষারোপ করা মনে হয় মারাত্মক ভুল হবে।...

Posted By ইবাদ সিদ্দিক৩:৪৪ AM